খেলাধুলা

বিপিএল : কেমন দল গড়লো সিলেট স্ট্রাইকার্স

আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নবম আসরে ট্রফির লড়াইয়ে লড়বে ৭টি ফ্র্যাঞ্চাইজি। কাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।

বিপিএলে সবচেয়ে ব্যর্থ দলের তালিকা করলে সবার আগে উঠে আসবে সিলেটের নাম। তবে দলটির নেতৃত্বে এবার বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি মুর্তজা থাকায় অনেকেই দেখছেন ভাগ্যবদলের স্বপ্ন। সঙ্গে আছেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

দল গড়াতে সিলেট বেশি নজর দিয়েছে অলরাউন্ডারদের দিকে। টি-টোয়েন্টিতে চারদিকেই অলরাউন্ডারদের জয়জয়কার। থিসারা পেরেরা-ধনঞ্জয়া ডি সিলভা-রায়ান বার্ল কিংবা কলিন অ্যাকারম্যানরা আছেন সিলেটে। তবে ব্যাট হাতে কিছুটা ভুগতে পারে তারা। টপ অর্ডারে থাকা তিন নাম নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও জাকির হাসান টি-টোয়েন্টি সুলভ ব্যাটসম্যান নন। তবে নিজেদের দিনে তারাও আলো ছড়াতে পারেন।

স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, কলিন অ্যাকারম্যান, মুশফিকুর রহিম, ইমাদ ওয়াসিম, নাজমুল হোসেন, রেজাউর রহমান, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরস, গুলবাদিন নাইব, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, শরীফউল্লাহ ও তানজিম হাসান।

Back to top button