জুড়ীমৌলভীবাজার

জুড়ীতে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আবদুস সালামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আবদুস সালাম উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুস সালামের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের মে মাসে ওই নারীর সাথে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায়। এদিকে বিয়ের পর সালাম ওই নারীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি তৈরি করে তাতে তার আপত্তিকর ছবি ছড়িয়ে দেন। এ ব্যাপারে ওই নারীর ভাই বাদী হয়ে আবদুস সালামের বিরুদ্ধে গত ২২ মে মৌলভীবাজারের আদালতে মামলার আবেদন করেন। পরে আদালত আবেদনটি মামলা হিসেবে রেকর্ডের জন্য জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর থানায় এ ব্যাপারে পর্নোগ্রাফি আইনে মামলা হয়। মামলার দীর্ঘ তদন্ত শেষে ৬ নভেম্বর পুলিশ এ মামলায় সালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়।’

এ ব্যাপারে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘মামলায় আদালত কর্তৃক এখনও তার দোষ প্রমাণ হয়নি। তাই আপাতত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এর পেছনে কোন ষড়যন্ত্র আছে কি না আমরা খতিয়ে দেখছি। আদালত কর্তৃক বিচারে দোষী সাব্যস্ত হলে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Back to top button
error: Alert: Content is protected !!