দোয়ারায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল ১৪ লাখ টাকা, উদ্ধার করলো বিজিবি
টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি এলাকার সীমান্তে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৪ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (৪ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ওই এলাকা থেকে এই টাকা উদ্ধার করা হয়।
মো. মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে ১২২৭ নম্বর সীমান্ত পিলার থেকে ৫০ গজ দূরে বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় বিইউপির জেসিও সুবেদার মোক্তার আলীর নেতৃত্বে একটি দল টহল দিচ্ছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশি মুদ্রা উদ্ধার করে টহল দল।
তিনি আরও জানান, বিইউপির টহলদল সীমান্তে টহলের সময় ১৪ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এই টাকা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ট্রেজারিতে জমা দানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।