বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় বাঁশ পড়ে ভাঙলো আশ্রয়নের ঘর, মামলা হলো ভাংচুর-চুরির!

বিশেষ প্রতিনিধি: বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পের একটি ঘরের দরজা-জানালা, টিনের চালাসহ আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বড়লেখা সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ফজলুল করিম চৌধুরী মামলাটি করেছেন।

তবে ভাঙচুরের অভিযোগে দায়ের করা এই মামলার খবরে বিষ্মিত ও আতঙ্কিত এলাকাবাসী। তাদের দাবি প্রশাসনের অভিযোগ সঠিক নয়। তারা বলছেন, ‘আশ্রয়নের ঘরের বারান্দার একটি পিলারে পল্লীবিদ্যুতের লাইন (সংযোগ দেওয়ার জন্য) বাধা ছিল। বিদ্যুত অফিসের লোকজন বাঁশগুলো কাটতে বলায় ১৮ ডিসেম্বর দুপুরে পাশের বাঁশ ঝাড় কাটার সময় অসাবধানতাবশত কয়েকটি বাঁশ বিদ্যুত লাইনে পড়ে টান খায়। এতে পিলার ভেঙে ঘরের বারান্দা পড়ে যায়। কিন্তু প্রশাসন মামলা করেছে রাতে ঘরের দরজা, জানালা, টিনের চালাসহ আসবাবপত্র ভাঙচুর ও চুরির। মূলত সরকারি ঘরের নিম্নমানের কাজ ঢাকতে এই সাজানো মামলা।’ তারা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত চান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মামদনগরের (মোহাম্মদনগর) আশ্রয়ন প্রকল্পের একটি পাকাঘরে থাকেন উপকারভোগী পারভীন নেছা। ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা থেকে ৯টার দিকে মো. সাদিক, আব্দুল মালিক, মো. রেজা ও জাসমিন বেগম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পারভীন বেগমকে আশ্রয়ন প্রকল্পের ঘর ছেড়ে যেতে হুমকি দেন। একপর্যায়ে তারা পারভীন নেছার বসতঘরে হামলা চালিয়ে দরজা, জানালা, টিনের চালাসহ আসবাবপত্র ভাঙচুর করেন। পাশাপাশি বসতঘর সংলগ্ন চারাগাছ, সবজি কেটে ৮০ হাজার টাকার ক্ষতিসাধন, ঘরের বাসনপত্র ও নগদ টাকা চুরি এবং ৫ হাজার টাকার বাঁশ ঝাড় কেটে নিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ঘটনার সময় উপকারভোগী পারভীন নেছার ঘরে উপস্থিতির কথা এজাহারে উল্লেখ থাকলেও মামলায় তাকে বাদী করা হয়নি। মামলায় বাদী হন বড়লেখা সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ফজলুল করিম চৌধুরী।

সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায়, উপকারভোগী পারভিন নেছার ঘরের বারান্দার তিনটি পিলার ভেঙ্গে চালাসহ মাটিতে পড়ে আছে। তবে দরজা, জানালা, দেওয়াল কিংবা পিলারের কোথাও ভাঙচুরের কোন আলামত নেই। আঙিনার চারাগাছ ও সবজিক্ষেতও সম্পুর্ণ অক্ষত।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, প্রকাশ্য দুপুরবেলা পাশের বাঁশঝাড় কাটার সময় ১/২টি বাঁশ কারেন্টের লাইনে পড়ে ঘরের পিলারে টান খেয়ে দুইটি পিলার সম্পুর্ণ ও একটি পিলার আংশিক ভেঙ্গে পড়ে। এতে টিনের চালাসহ বারান্দা মাটিতে পড়ে যায়। আশপাশের লোকজন তা দেখেছেন। এখানে কেউ হামলা করেনি। মুলত নিম্নমানের কাজের কারণেই পিলারসহ বারান্দা মূখ থুবড়ে মাটিতে পড়ে। নির্মাণ কাজের অনিয়ম ঢাকতেই প্রশাসন হামলা ও ভাংচুরের অভিযোগ এনে থানায় মামলা করেছে।

আশ্রয়ন প্রকল্পের ঘরের পাশের জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মন্নান বলেন, ‘ঘরের বারান্দা যেদিন ভেঙে পড়েছিল তখন দুপুর আনুমানিক ১ টা। আমি মসজিদের সামনে ছিলাম। লোকজন বাঁশ কাটছিল। কয়েকটি বাঁশ কারেন্টের লাইনে পড়ে ঘরের বারান্দায় টান খায়। এরপর পিলার ভেঙ্গে বারান্দাটি মাটিতে পড়ে যায়। কেউ ইচ্ছা করে ভাঙেনি, কোন মারামারি কিংবা হামলার কোন ঘটনায়ও ঘটেনি।’

স্থানীয় পূর্ব মোহাম্মদনগর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল খালিক বলেন, ‘প্রশাসন যদি সঠিক ঘটনা দিয়ে মামলা করতো তাতে দুঃখ ছিল না। এমনিতেই ঘরের কাজ হয়েছে নিম্নমানের। পিলারে ঠিকমতো সিমেন্টও দেওয়া হয়নি। এ জন্য বিদ্যুত লাইনে বাঁশ পড়ে টান খেয়ে বারান্দা পড়ে গেছে। তারা (প্রশাসন) মামলা করেছে হামলা, ভাঙচুর ও চুরির।’

এলাকার বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ‘আশ্রয়নের ঘরে বিদ্যুত দেওয়ার জন্য লাইন বারান্দার খুঁটির সাথে শক্ত করে বাধা ছিল। পল্লী বিদ্যুতের লোকজন বলেছে বাঁশগুলো না কাটলে ঝড়-তুফানে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আব্দুল মালিক রোজ কামলা দিয়ে বাঁশ কাটতে লাগান। বাঁশ কাটার সময় কয়েকটি বাঁশ লাইনে পড়ে টান খেয়েই বারান্দায় পড়েছে। এটাই শতভাগ সঠিক ঘটনা। তবে প্রশাসন সাজিয়ে মামলা করেছে ভাঙচুর, চুরির। বারান্দা ভেঙেছে দিনে। এলাকার লোকজন দেখেছেন। তারা মামলা দিয়েছে রাতের। এই ঘরগুলোর কাজ খুবই খারাপ হয়েছে। মূলত প্রশাসন ঘরের খারাপ কাজকে আড়াল করতে সাজানো মামলা দিয়েছে। মানুষকে হয়রানি করছে।’

উপকারভোগী পারভীন নেছা বলেন, ‘আমি গরিব মানুষ ঘর পেয়েছি। কারো সাথে ঝগড়া করতে যাইনি। জায়গার আগের দখলদাররা আমাকে নানাভাবে হয়রানি করেন, হুমকি দেইন। যেদিন বারান্দা ভাঙছে ঐদিন আমি ওখানে ছিলাম না। গাজিটেকায় আছলাম (ছিলাম)। আমি পরের দিন গিয়া দেখছি বারান্দা ভাঙা। এসিল্যান্ড স্যার ও তহশিলদার মামলা লেখাইছন। তারা মামলাত কিতা লেখছইন আমি কইতাম পারতাম নায়।’

মামলার বাদী বড়লেখা সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ফজলুল করিম চৌধুরী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি মামলা করেছি। এর থেকে বেশি কিছু মন্তব্য করতে পারব না।’

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসাইন জানান, ‘উপকারভোগী পারভিন নেছা আমাদের কাছে অভিযোগ দেন পাশের ঘরের লোকজন তাকে ভয়ভীতি দেখায়, থাকতে দেয়না। বিভিন্ন ধরনের ঝামেলা করে। এই হিসেবে আমরা ধারণা করেছি এটা তারা করেছে (বারান্দা ভেঙেছে)। প্রথমে তারা (আসামিরা) বলেনি। পরে তারা ভাঙার কথা বলেছে এবং ঠিক করে দেবে বলে জানিয়েছে। মামলা হওয়ায় এখন এটা আদালতের বিষয়।’

মামলার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, ‘শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রবিউল হককে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’

Back to top button