প্রবাস

ভাগ্যবদলের আশায় গিয়েছিলেন কাতারে, উদ্দ্যেশ্য ছিলো পোল্যান্ড, হয়ে গেলেন লাশ

কাতার প্রতিনিধিঃ কাতারে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী তরুণ নিহত হয়েছেন। তার নাম রেজুয়ানুল হক তুষার (২৫)। গতকাল সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে দেশটির রাজধানী দোহায় এ দুর্ঘটনা ঘটে।

তুষার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পশ্চিম পাইকপাড়া বোডিং মাঠ এলাকার মৃত হামিদুল হকের ছেলে।

নিহতের ভগ্নিপতি শাহনেওয়াজ ভূইয়া রাকিব নিহতের খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার শ্বশুর প্রায় ৮ বছর আগে মারা গেছেন। বাবা মারা যাওয়ার এক বছর পর মাকে একা বাড়িতে রেখে পরিবারের হাল ধরতে জীবিকার তাগিদে তুষার কাতার পাড়ি জমান। সেখানে একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করতেন।’

শাহনেওয়াজ আরো বলেন, ‘গতকাল সকালে মোটরসাইকেলে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তুষার নিহত হন। সেখানে একটি হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা আছে। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।’

তিনি জানান, প্রবাসে যাওয়ার পর গত ৭ বছরে একবারও দেশে আসেনি তুষার। ছয়মাস আগে মোবাইলে পারিবারিকভাবে জেলার আখাউড়া উপজেলার মোগড়ায় বিয়ে করেন তুষার। কিছুদিনের মধ্যে দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিল তার।

কিছুদিন দেশে থেকে তুষার এবার পোল্যান্ডে পেতে চেয়েছিলেন। সে জন্য প্রস্তুতিও নিয়েছিলেন তিনি।

Back to top button