সারাদেশ

মোটরসাইকেল চুরির সময় গণপিটুনি, হাসপাতালে ভর্তি করলো পুলিশ

মেহেরপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে তিন চোর। পরে তাদের গণপিটুনি দেন স্থানীয়রা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ঝিনাইদহের মহেশপুর গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে অপু মিয়া (১৯), সদর উপজেলার চোরকোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে বকুল হোসেন (৪২) ও একই উপজেলার পাগলা কানাই গ্রামের সেকেন্দের আলীর ছেলে আনিছ (৩৬)।

স্থানীয় ইউপি সদস্য কালু মিয়া জানান, কয়েকদিন আগে কাঁঠালপোতা গ্রাম থেকে একটি ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে। একই ব্যক্তিরা মঙ্গলবারও গ্রামের মাঠে একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করেন। পরে স্থানীয়রা দেখে ফেলে তাদের ধাওয়া করেন। জনতার মাথার ওপর লাফ দিয়ে পালাতে গিয়ে ধরা পড়েন তারা। পরে সিসিটিভির ফুটেজ দেখে তাদের মোটরসাইকেলের চোর বলে শনাক্ত করেন এলাকাবাসী। পরে তাদের গণপিটুনি দেওয়া হয়। এতে তারা মারাত্মক আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশের একটি দল। পরে আহত অবস্থায় পুলিশ তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করে দেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) রফিকবুল ইসলাম জানান, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিনাইদহ থানায় তাদের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button