সিলেট

পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কির আর নেই

সিলেটঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের বড় বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সিলেটের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি আট মেয়ে, অনেক নাতি-নাতনি, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আসরের নামাজের পর মৌলবীবাজারের আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদরাসা মসজিদে জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

সিলেটের স্বনামধন্য পরিবারে, বাবা মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা মরহুমা সৈয়দা শাহার বানুর সবচেয়ে বড় সন্তান ছিলেন মরহুমা আয়েশা মোজাক্কির।

মরহুমা আয়েশা মোজাক্কিরের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Back to top button