সীমান্ত হাটের ভারতীয় পণ্য সিলেটে অবৈধভাবে বিক্রি, পুলিশের জালে ২
টাইমস ডেস্কঃ সিলেটে ভারতীয় তৈরি কসমেটিক্স পণ্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরের তেমুখী পয়েন্ট থেকে এ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ব্যাগ ভর্তি ভারতীয় এসব মালামাল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানার নীলাখাত গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. উজ্জল (৩৪) ও একই থানার দেবগ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. সাকের (৩৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জালালাবাদ থানাপুলিশ সুনামগঞ্জ থেকে আসা বাসযাত্রী উজ্জল ও সাকেরকে তেমুখী পয়েন্টে তল্লাশি করে। এসময় তাদের সঙ্গে থাকা ৩টি ব্যাগে থাকা ৫০ প্যাকেট ভারতীয় তৈরি কাভেরি মেহেদি, ৫০টি জনসন বেবি শ্যাম্পু, ২০টি ফেইসওয়াশ, ৫০টি বেবি লোশন ও ৫০টি এ্যালোভেরা জেল জব্দ পাওয়া যায়। এগুলোর বাংলাদেশি বাজারমূল্য সাড়ে ৭৬ হাজার। পরে তাদের গ্রেফতার এবং সোমবার আদালতের আদেশে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে উজ্জল ও সাকের জানান, তারা দুজন দীর্ঘদিন থেকে সুনামগঞ্জ জেলার সীমান্ত হাট থেকে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনীপণ্য ক্রয় করে সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করছেন।