কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় চোর-ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার

টাইমস ডেস্কঃ কুলাউড়ায় ছিনতাই, ডাকাত ও মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) রাতে উপজেলা জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার (২ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ফুল, একই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন রনি ও মৃত রমজান আলীর ছেলে ফখরুল ইসলাম।

তাদের মধ্যে ফুল ও রনি ছিনতাই ও ডাকাত দলের এবং ফখরুল মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় ও থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জয়চণ্ডীর আছুরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুলাউড়াসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ গুরুতর বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদেরকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শীত মৌসুমে চোর-ডাকাত রুখতে স্ব স্ব এলাকার জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন ওসি আব্দুছ ছালেক।

Back to top button
error: Alert: Content is protected !!