সারাদেশ
নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

টাইমস ডেস্কঃ করোনা মহামারির কারণে দুইবছর পর আবারও ফিরল বই উৎসব। সারা দেশে বিনামূল্যে বই পাচ্ছে চার কোটির বেশি শিক্ষার্থী।
বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে উচ্ছাস।
রবিবার গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের বই বিতরণ কার্যক্রমে অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি বলেন, বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের পরামর্শে নতুন শিক্ষা কার্যক্রম প্রণয়ণ করা হয়েছে। নতুন কারিকুলাম শিক্ষার্থীদের ওপর কোনো চাপ তৈরি করবে না বলেও জানান তিনি।
নতুন বছরের প্রথম দিনেই নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নতুন বই পেতে শুরু করেছে শিক্ষার্থীরা। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিকের বই উৎসব কার্যক্রম শুরু করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন।