খেলাধুলা

অনুদানের টাকায় গরমিল, বাফুফেকে ফিফার শোকজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্রয় প্রক্রিয়ায় অসঙ্গিত থাকায় শোকজ করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। বাফুফের সাধারণ সাম্পাদক আবু নাঈম সোহাগসহ দুই কর্মকর্তাকে নোটিশ করেছে ফিফা। জানা যায়, ফিফার দেওয়া অনুদানের টাকা ব্যয়ে গরমিল করে দেশের ফুটবল ফেডারেশন। বাফুফে কর্মচারীদের বেতন বকেয়া রেখে অন্য খাতে ব্যবহারের অভিযোগও মিলেছে।

বাফুফের আর্থিক অনিয়মের অভিযোগ নতুন নয়। ফিফার বাৎসরিক অনুদান স্থগিত করার ঘটনা ঘটেছিল গত বছরই। সেই ঘটনার রেশ ধরে বাফুফের ক্রয়-প্রক্রিয়ায় অসঙ্গতি পেয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার ক্রয়নীতি বলছে, যেকোনো কিছু কিনতে হলে নিতে হবে অন্তত তিনটি দরপত্র। সর্বনিম্ন দরদাতা পাবে কাজ। বাফুফেও সেটাই করেছে কিন্তু ক্রয় রশিদসহ বাকি দুই কোটেশনে গরমিল পেয়েছে ফিফার অডিট দল। বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে চিঠি পেয়েছেন আব্দুস সালাম মুর্শেদীও।

Back to top button