বিয়ানীবাজার সংবাদ

ব্লাড ফাইটার্স সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজনে সৌরভ মেডিকেল হলে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ১ জানুয়ারী

বিজ্ঞপ্তি ঃ আগামী পহেলা জানুয়ারী বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম বাজারের অবস্থিত সৌরভ মেডিকেল হলের ৬ বছর পূর্তি উপলক্ষে ব্লাড ফাইটার্স সোশ্যাল অর্গানাইজেশন বিয়ানীবাজার পরিবারের আয়োজনে সৌরভ মেডিকেল হলের সহযোগীতায় ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

বারইগ্রাম বাজারে সৌরভ মেডিকেল হলে সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। এতে ৫০ জন রোগীর ফ্রী চিকিৎসা ও ডায়বেটিস পরিক্ষা সেবা দেওয়া হবে এবং ফ্রিতে রক্তের গ্রুপ ও পরিক্ষা করা যাবে।

দায়িত্বশীলরা জানান সকাল দশটা থেকে রক্ত পরিক্ষা শুরু হবে এবং দুপুর ১২ টা থেকে রোগী দেখা শুরু হবে। এম বি বি এস চিকিৎসক দ্বারা রোগীদের এ সেবা দেওয়া হবে। ক্যাম্পেইনে এসে রোগীদের সেবা নিতে কিংবা রক্তের গ্রুপ পরিক্ষা করতে রোগীদের কোন টাকা লাগবে না।

লাউতা ইউনিয়নের বারইগ্রাম বাজারের আশপাশ এলাকার গরিব অসহায় রোগীদের টিকিট সংগ্রহ করার জন্য অনুরুধ জানান আয়োজকরা। সরাসরি সৌরব মেডিকেল হল থেকে গিয়ে সেবা গ্রহীতারা গ্রহণ করতে পারবেন টিকিট অথবা ০১৭৭৭৫০০০৪০(সৌরভ) নাম্বারে ও কল দিয়ে যোগাযোগ করে যে কেউ গ্রহন করতে পারবেন টিকিট।

Back to top button