হবিগঞ্জ

মাধবপুরে কিশোরীকে ধ র্ষ ণ, যুবক গ্রে ফ তা র

নিউজ ডেস্ক- হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আরব আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে।

শুক্রবার সকালে উপজেলার শাহপুর গ্রামে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আরব আলী ওই গ্রামের ছাযেদ আলীর ছেলে।

মাধবপুর থানার এস আই শুভ দে জানান,গত মঙ্গলবার শাহপুর এক কিশোরীকে আরব আলী বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নেয়। পরে তাকে বিভিন্ন স্থানে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

তার কবল থেকে পালিয়ে এসে শুক্রবার সকালে মা বাবাকে ঘটনা জানালে পুলিশ অভিযুক্ত আরব আলীকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে শুক্রবার মাধবপুর থানায় আরব আলীকে আসামি করে মামলা করেছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

Back to top button