আন্তর্জাতিক

হিজাব ছাড়াই আন্তর্জাতিক মঞ্চে দাবা খেলছেন ইরানি তরুণী

নিউজ ডেস্ক- হিজাববিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। বিক্ষোভ দমন করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটি। কিন্তু আন্তর্জাতিক দাবা খেলার মঞ্চে হিজাব ছাড়াই খেলছেন এক ইরানি তরুণী।

কাজাখস্তানে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে দ্বিতীয় দিনের মতো বুধবার হিজাব ছাড়াই অংশ নেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কাজাখস্তানের আলমাতিতে এফআইডিই ওয়ার্ল্ড র‌্যাপিড অ্যান্ড ব্লিৎজ চেস চ্যাম্পিয়নশিপে ইরানি দাবাড়ু সারা খাদেম অংশ নেন।

১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন সারা। তিনি সারাসাদাত খাদেমালশারেইহ নামে পরিচিত।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সারার অবস্থান ৮০৪ তম। ঐ ওয়েবসাইটে ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলমান এ টুর্নামেন্টে তাকে একজন প্রতিযোগী হিসেবে দেখানো হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম খবরভারজেশি ও ইতেমাদ সোমবারের এক প্রতিবেদনে জানায়, খাদেম হিজাব ছাড়াই আলমাতিতে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন।

ইরানে হিজাব না পরায় পুলিশী হেফাজতে মাহশা আমিনি নামে ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যু ঘিরে চলা বিক্ষোভের শতদিন পার হয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানে দীর্ঘতম চলমান সরকারবিরোধী বিক্ষোভ এটি। তবে চলমান বিক্ষোভ শাসকদের নাড়া দিলেও খেসারত দিতে হচ্ছে বহু মানুষকে।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায়, এ আন্দোলনে ৫০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন শিশুও রয়েছে। হিজাববিরোধী আন্দোলনে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই অভিযোগে আরো ২৬ জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

Back to top button