হবিগঞ্জ

হবিগঞ্জে গাড়িচাপায় যুবকের দেহ ছি ন্ন ভি ন্ন

নিউজ ডেস্ক- হবিগঞ্জের আজমিরীগঞ্জে গাড়িচাপায় সুখেল মিয়া ছায়েদ (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোররাতে আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের পাচাইক্কা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছায়েদ সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলল গ্রামের নুর উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, ছায়েদ মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন। বাড়ির পাশে বিভিন্ন জায়গায় একা একা ঘুরে বেড়াতেন তিনি। বৃহস্পতিবার ভোর রাতে আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের পাচাইক্কায় কোনো একটি গাড়ি ছায়েদকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে।

সকালে পথচারীরা রাস্তায় ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে আজমিরীগঞ্জ থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Back to top button
error: Alert: Content is protected !!