১০ তরুণ পেসারের স্বপ্নপূরণ, বল করবেন সিলেট স্ট্রাইকার্সের নেটে
বিপিএলের এবারের আসরে সিলেট ফ্র্যাঞ্চাইজি সিলেট আউটার স্টেডিয়ামে পেসার হান্টের আয়োজন করেছিল। সেখান থেকে নির্বাচিত হয়ে দলটির নেটে বোলিং করার সুযোগ পাচ্ছেন ১০ তরুণ পেস বোলার।
সাড়ে পাঁচশর বেশি তরুণ পেসার অংশ নিয়েছিলেন এই পেসার হান্টে। সেখান থেকে ১০ জনকে বেছে নেওয়া হয়েছে। বুধবার শেষ দিনে ১০ জন পেসারকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। পাশাপাশি ৪ জন স্ট্যান্ডবাই মনোনয়নও হয়েছে চূড়ান্ত।
নির্বাচিত যে পেসাররা বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে নেট বোলার হিসেবে বোলিং করার সুযোগ পাবেন; তারা হলেন- মহিউদ্দিন তারেক, মাহফুজ, রাহেল, হাবিবুর রহমান, রাহিন, মোহাম্মদ হাম্মাদ, শহিদুল ইসলাম, নাহিদুর রহমান, শাহান ও রাকিব হোসেন।
স্ট্যান্ডবাই: রিয়াজ, পারভেজ, ইমরান ও এমদাদ।
সিলেটের সন্তান জাতীয় দলের দুই সাবেক নামি পেসার হাসিবুল হোসেন শান্ত ও তাপস বৈশ্যর সঙ্গে ভার্চ্যুয়াল সেশনেও অংশ নেবেন এই ১০ পেসার।
সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ রাজিন সালেহ, সহকারী কোচ সৈয়দ রাসেল ও রাসেল আহমেদ এ পেসার হান্ট কার্যক্রম তত্ত্বাবধানে ছিলেন।