জুড়ী
রাত পোহালেই ফুলতলা ইউপি নির্বাচন আজ

জুড়ী সংবাদদাত : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ৭ নং ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ।
বুধবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন ৩ জন।
ওরা হলেন আওয়ামীলীগ মনোনীত ( নৌকা) র প্রার্থী সাবেক ৫ বারের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সাবেক চেয়ারম্যান মরহুম ফয়েজ উদ্দিনের ছেলে (আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী) প্রবাসী আব্দুল আলিম সেলু (ঘোড়া) ও সাবেক মেম্বার মোস্তফা মিয়া (আনারস)। এছাড়াও এ নির্বাচনে সংরক্ষীত মহিলা সদস্য পদে ১১ জন ও সসাধারণ সদস্য পদে লড়বেন ৩২ জন প্রার্থী। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩ শ ৫২ জন।
ভোটকেন্দ্র ১১ টিতে ৪৬ টি বুথ স্থাপন করা হয়েছে। সবকটিতে ইভিএময়ের মাধ্যমে ভোট গ্রহম করা হবে বলে জানিয়েছে জুড়ী উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান।