বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বিদ্যুৎ থাকবে কাল, সিদ্ধান্তের পরিবর্তন
নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল বিয়ানীবাজার উপজেলায় বিদ্যুৎসরবরাহ স্বাভাবিক থাকবে। এর আগে বিয়ানীবাজার উপজেলা জোনাল অফিস থেকে বিয়ানীবাজার উপজেলায় মাইকিং করে জানানো হয়েছিলো আগামীকাল সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এ নিয়ে বিয়ানীবাজার টাইমস ও সংবাদ প্রচার করেছে।
তবে এই সিদ্ধান্তের পরিবর্তন করা হয়েছে। বিয়ানীবাজার পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ভজন কোমার ভর্মণ জানান জনস্বার্থে
বাৎসরিক কারিরগড়ি সংস্কার কাজ আগামীকালের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর করা হবে। সেজন্য আগামীকাল উপজেলাজুড়ে বিদ্যুৎসরবরাহ স্বাভাবিক থাকবে। এবং আগামী ৩১ ডিসেম্বর বাৎসরিক সংস্কার কাজ করা হবে।