সারাদেশ

শাহ আমানত বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কেজি স্বর্ণসহ জসিম উদ্দীন নামে এক যাত্রী আটক হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তাকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক জসিম শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রামে আসেন।

চট্টগ্রামের শুল্ক ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, যে স্বর্ণ পাওয়া গেছে, সেগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৬৪ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, ফ্লাইটটি অবতরণের পর জসীম উদ্দিনকে নজরদারি করা হয়। কাস্টমস চেকিং পার হওয়ার পর তার কাছে অবৈধ কোনো পণ্য আছে কি না জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা এয়ার ফ্রাইয়ার ভেঙে বিশেষ কায়দায় লুকানো ২০৯০ গ্রাম স্বর্ণ, দুটি স্বর্ণবার, ১০০ গ্রাম স্বর্ণালংকার মিলে মোট দুই কেজি ৪২৩ গ্রাম স্বর্ণ ও কসমেটিকস জব্দ করা হয়।

চট্টগ্রামের শুল্ক ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা বশির আহমেদ জাগো নিউজকে জানান, জব্দ করা স্বর্ণ ও কসমেটিকস চট্টগ্রামের কাস্টম হাউজের গুদামে জমা দেওয়া হয়েছে। এছাড়া মামলা দিয়ে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে জসিমকে।

Back to top button