লাউতা ইউনিয়নের প্রবীন মুরব্বী আব্দুল মালিক মানিক মেম্বারের দাফন সম্পন্ন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিনের পিতা প্রবীন মুরব্বী ও সাবেক ইউপি সদস্য আব্দুল মালিক মানিক মেম্বারের জানাজা শেষে এলাকার পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে বুধবার দুপুর সোয়া দুইটায় বাহাদুপুর গাংপার জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ববর্তী সময়ে মরহুমের কর্মকান্ডের স্মৃতিচারন করে কথা বলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহ সভাপতি আহমদ হোসেন বাবুল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কমান্ডার আব্দুল কাদির, বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাবুর রহমান প্রমুখ।
পরে মরহুমের বড় ছেলে লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন তার পরিবারের পক্ষ থেকে জানাযায় উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানাযায় অংশগ্রহন করেন, সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হক, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, লাউতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ রাজনৈতিক, সামাজিক নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।