জাতীয়

দেশ ঢুকলো মেট্রোরেল যুগে, উত্তরা থেকে ১৭ মিনিটে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী

টাইমস ডেস্কঃ রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে ১৭ মিনিটে আগারগাঁওয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিরা।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে মেট্রোরেল চড়ে আগারগাঁও স্টেশনে পৌঁছান শেখ হাসিনা।

এর আগে, দুপুর ১টা ৫৩ মিনিটে রাজধানীর উত্তরা থেকে ট্রেনটি ছেড়ে আসে। ১৭ মিনিটে পাড়ি দিয়েছে ১১ দশমিক ৭৩ কিলোমিটার রাস্তা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ১০ সদস্য। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য, শ্রমিক, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দুপুর ১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। তার আগে প্রধানমন্ত্রী মেট্রোরেলের টিকিট (কার্ড) কেনেন।

সাধারণ যাত্রীরা অবশ্য মেট্রোরেলে চড়তে পারবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে।

Back to top button