আন্তর্জাতিক

ওয়াশিংটনে ১৪ হাজার মানুষ বিদ্যুৎবিহীন, বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুর

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ট্যাকোমা শহরের তিনটি বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুর হয়েছে। এতে শহরের ১৪ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

ট্যাকোমা শহরটি ওয়াশিংটনের পিয়ার্স জেলার অন্তর্ভূক্ত। পিয়ার্স জেলার শেরিফের (প্রধান আইন কর্মকর্তা) কার্যালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ট্যাকোমার তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একযোগে হামলার ঘটনা ঘটে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, একদল দুষ্কৃতিকারী সুরক্ষাবলয় টপকে কেন্দ্রের মূল অংশে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তিনটি কেন্দ্রেই একই ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। খবর রয়টার্সের।

জানা যায়, বিদ্যুৎ কেন্দ্রগুলো ভাঙচুর করা হলেও সেসব কেন্দ্র থেকে মূল্যবান কোনো যন্ত্র বা যন্ত্রাংশ খোয়া যায়নি। কী কারণে এই ভাঙচুর হলো এবং কারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিদ্যুৎকেন্দ্রগুলোর কর্তৃপক্ষ এবং শেরিফের কার্যালয় উভয়ই পৃথকভাবে এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।

Back to top button