সিগারেটের চেয়ে ক্ষতিকর ই-সিগারেট, দেশে বাড়ছে আসক্তি
নিউজ ডেস্ক- তামাকজাত পণ্য মানেই স্বাস্থ্যের জন্য হুমকি। সিগারেটে আসক্তি ক্রমে ডেকে আনতে পারে মৃত্যু। এই আসক্তি থেকে মুক্তি পেতে অনেকে সিগারেট ছেড়ে আসক্ত হন ই-সিগারেটে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ই-সিগারেট বরং সিগারেটের চেয়ে আরও বেশি ক্ষতিকর। ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ এরই মধ্যে নিষিদ্ধ করেছে এই ইলেক্ট্রনিক সিগারেট। বাংলাদেশ ই-সিগারেট নিষিদ্ধে উদ্যোগ নিলেও আইন সংক্রান্ত জটিলতায় এখনো তা বাস্তবায়ন করতে পারেনি।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) এক গবেষণায় দেখা যায়, ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে ই-সিগারেট তামাক হিসেবে ব্যবহার হতো। দেশটিতে ২০২০ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৬ লাখ শিক্ষার্থী ই-সিগারেট ব্যবহার করেছে। ২০২১ সালে ই-সিগারেটে আসক্ত ছিল প্রায় ২০ লাখ তরুণ।
এছাড়া জেএএমএ নেটওয়ার্ক নামে মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত যেসব মানুষ ই-সিগারেট ব্যবহার করতো তার মধ্যে কিশোরের সংখ্যা ছিল এক শতাংশেরও কম। কিন্তু ২০১৭ থেকে ২০২১ সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৩ শতাংশে।
বাংলাদেশেও বাড়ছে ই-সিগারেট ব্যবহার
বাংলাদেশেও ই-সিগারেটের ব্যবহার বাড়ছে। আমাদের দেশে ই-সিগারেট নিয়ে এখনো কোনো গবেষণা না হলেও তামাকবিরোধী সংগঠনসহ স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে ই-সিগারেট ও এর বিভিন্ন উপাদান উৎপাদিত না হলেও এর আমদানি-বিপণন নিষিদ্ধ নয়। বিভিন্ন বয়সী মানুষ বিশেষ করে তরুণরা ই-সিগারেটকে অনেকটা ফ্যাশন হিসেবে ব্যবহার করছে। সিগারেটের বিকল্প হিসেবে ই-সিগারেটে ঝুঁকছেন অনেকে। মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ভ্যাপিংয়ে আসক্ত ব্যক্তিরা। তবে স্বাস্থ্যঝুঁকি থাকায় ই-সিগারেট ব্যবহারের পাশাপাশি আমদানি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তামাকবিরোধী বিভিন্ন সংগঠন।