বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার লাউতার প্রবীন মুরব্বি মালিক মেম্বার আর নেই, জানাজা কাল ২টায়

বিয়ানীবাজার টাইমসঃ লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিনের পিতা প্রবীন মুরব্বি আব্দুল মালিক মানিক(সাবেক মেম্বার) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ মঙ্গলবার(২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি বিগত কয়েক মাস থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন।

মরহুম সাবেক মেম্বার আব্দুল মানিকের চতুর্থ পুত্র দুবাগ স্কুল এন্ড কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন সাইফ জানান, মরহুমের নামাযের জানাজা আগামীকাল বুধবার দুপুর ২-১০ মিনিটের সময় লাউতা ইউনিয়নের গাংপার জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এতে পরিচিত-অপরিচিত সবার উপস্থিতি কামনা করেন তিনি।

প্রবীন এ মুরব্বির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমদ। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Back to top button
error: Alert: Content is protected !!