প্রবাস

টেক্সাসে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অরেঞ্জ শহরে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় ২৪ ডিসেম্বর শনিবার রাত ৩টা ৩৩ মিনিটে টেক্সাসে ওই যুবকের বাসার কাছেই তাকে গুলি করা হয় বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।

২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন টেক্সাসে অবস্থানরত ওই যুবকের খালু ফেরদৌস বারী।

নিহত যুবকের নাম আসিফ ইমরান (২৬)। তিনি বাংলাদেশের বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে।

ইমরানের খালু ফেরদৌস বারী বলেন, ১১ বছর বয়সে আসিফ তার বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। শনিবার ভোররাত ৩টা ৩৩ মিনিটে আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরে বাসার কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিফ ইমরান।

ফেরদৌস বারী আরও বলেন, আসিফ ইমরানের বিয়ের জন্য পারিবারিকভাবে মেয়ে দেখা হচ্ছিল। কী কারণে আসিফকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর গাড়ির ভেতর ও বাইর থেকে ১৮টি গুলির খোসা পাওয়া যায় বলে তিনি জানান। আসিফ ইমরানের মরদেহ সেখানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হলে সেখানেই দাফন করা হবে জানান ফেরদৌস বারী।

Back to top button