প্রবাস

পর্তুগালে বেড়েছে বাসা ভাড়া, আবাসনসংকটে প্রবাসী বাংলাদেশিরা

প্রবাস ডেস্কঃ করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কিছুটা কমে আসায় পর্যটকদের ঢল নেমেছে পর্তুগালে। অন্যদিকে সহজ অভিবাসন, বিনিয়োগের সম্ভাবনা এবং গুণগত আবহাওয়াকে কেন্দ্র করে বহু অভিবাসীরা বেছে নেন দেশটিকে। এমন পরিস্থিতিতে রাজধানী লিসবনসহ পুরো দেশেই দেখা দিয়েছে আবাসনসংকট। বিশেষ করে বাসাভাড়া দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী এ সংকটের সম্মুখীন।

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের তথ্য অনুযায়ী, সহজ শর্তে বৈধতার সুযোগ থাকায় ইউরোপের অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীরা ভিড় জমাচ্ছেন দেশটিতে। কিন্তু ভাষাগত দক্ষতা এবং কাজের অভিজ্ঞতার অভাবে তাঁদের অনেকেই অসহায়ত্বের স্বীকার হয়ে বাংলাদেশি দোকানগুলোতে স্বল্প বেতনে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে দেশটিতে বর্তমানে বাংলাদেশি পরিবারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এদিক যে হারে বাসাভাড়া বৃদ্ধি পাচ্ছে, সে অনুসারে মূল বেতন-ভাতা বৃদ্ধি না পাওয়ার ফলে আবাসনসংকট প্রবাসী বাংলাদেশিদের নিয়মিত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশি প্রবাসী কবির আহমদ জানান, ‘আমার স্ত্রী, বাচ্চাসহ পরিবারের মোট তিন সদস্যের কিছুদিন আগে ভারতে অবস্থানরত দেশটির দূতাবাস থেকে ভিসা হয়েছে। যেখানে মেয়াদ দেওয়া হয় ১২০ দিনের। কিন্তু স্বল্প বেতন এবং আবাসনসংকটের ফলে এখানে পরিবার সময়মতো আনা সম্ভব হচ্ছে না, এদিকে তাদের ভিসার মেয়াদও ফুরিয়ে যাচ্ছে, যা নিয়ে অনেকটা দুশ্চিন্তায় আছি।’

এদিকে আরেক বাংলাদেশি সেলিম জানিয়েছেন, ‘গত মাসে আমার স্ত্রী দেশ থেকে পর্তুগালে এসেছে। কিন্তু আবাসনসংকটের ফলে আমাকে দুই সপ্তাহ পরিবার নিয়ে হোটেলে থাকতে হয়েছিল, যা আমার জন্য অনেকটা ব্যয়বহুল ছিল।’

Back to top button