জুড়ীমৌলভীবাজার

জুড়ীতে বড়দিন উদযাপন

জুড়ী সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব  বড়দিন উদযাপন করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইথল (শিলুয়া) পুঞ্জিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তনসহ ধর্মীয় গানের আসরের আয়োজন করা হয়।  বড়দিনের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি চেয়ারম্যান আব্দুল কাউয়ুম।

উত্তর কুচাইথল পুঞ্জির প্রধান (মান্ত্রী) এসপারলেস পঃলংয়ের সভাপতিত্বে ও ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার চেয়ারম্যান মাইকেল নংরুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রাসেল আহমদ, মহিলা ইউপি সদস্য পপি বেগম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসাইন, প্রবাসী এমদাদুল হক, ব্যবসায়ী মিজানুর রহমান বাবলু, সাংবাদিক হাবিবুর রহমান খান, মাহমুদ উদ্দিন, গোয়ালবাড়ী আল-ফালাহ একাডেমির সহকারী শিক্ষক রহিম উদ্দিন, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল আহমদ, ছাত্র নেতা জুবের আহমদ, রনি আহমদ প্রমূখ।  এছাড়াও ফুলতলা  ইউনিয়নের এলবিন টিলা খাসিয়া সম্প্রদায়ের মন্ত্রী অ্যান্থনি জানান, কেক কাটা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা  আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক (সাবেক) ও “হাকালুকি নিউজ” সম্পাদক এম এম সামছুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসুন চন্দ চম্পু, আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।  

Back to top button