সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সিলেট সিটি করপোরেশন ৪০ নং ওয়ার্ডের কুচাই দক্ষিণ পাড়া গ্রামের মৃত মসবুর আলির পুত্র জবরুল ইসলাম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২৪-৬৪২৭) সিলেটগামী মোটরসাইকেল (সিলেট-হ-১১-৯৮৬২) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জবরুল ইসলাম নিহত হন।
এদিকে ঘটনার পর ঘাতক ট্রাককে স্থানীয় জনতা আটকে রাখে তবে ট্রাকের চালক তাৎক্ষণিক পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক জব্দ করেছে।