বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি, শীতের তীব্রতার শুরু
নিজস্ব প্রতিবেদকঃ সোমবার ভোর থেকে বিয়ানীবাজারসহ সিলেটের অনেক জায়গায় থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর তাতেই বছরের প্রথম শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে বলে অনুভব করছেন সাধারন মানুষ। সকাল সকাল কাজে বের হতে তীব্র শীতের অনুভুতি পেয়েছেন রিক্সাচালক মাছুম। তিনি জানান, বৃষ্টিতে শীত রাতে আরো বাড়বে। এভাবে শীত থাকলে ভোরে বা রাতে রিক্সা চালাতে খুবই কষ্ট হয়।
এদিকে, সিলেট আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সিলেটে বৃষ্টি হতে পারে। ফলে রাতের তাপমাত্রা আরও কমতে পারে, তাতে বাড়বে শীতের তীব্রতা।
সিলেট ছাড়াও দেশের অনেক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তাছাড়া, দেশের অধিকাংশ জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শীতকালে এ ধরনের বৃষ্টি মাঝে মধ্যেই হয়ে থাকে।