জকিগঞ্জসিলেট

জকিগঞ্জে বালাউটি (রহ.) ঈসালে সাওয়াব মাহফিলে মানুষের ঢল

টাইমস ডেস্কঃ হাজার হাজার ভক্ত মুরিদীনের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জে শাহ সূফী হযরত আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.) এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টায় জকিগঞ্জের বালাউট ছাহেব বাড়িতে পবিত্র কুরআন শরীফ, পবিত্র বুখারী শরীফ, পবিত্র দালাইলুল খাইরাত শরীফ, খতমে খাজেগান মিলাদ শরীফ পাঠের পর শাহ মোহাম্মদ হাবিবুর রহমান বালাউটি ছাহেবের দোয়ার মাধ্যমে মাহফিলের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে সকাল ১০ টা থেকে মাওলানা মুফতি উবায়দুর রহমান ছাহেবজাদায়ে বালাউটির সভাপতিত্বে ও বালাউটি ছাহেবের ছেলে মাওলানা ডা. শাহ মোহাম্মদ ছাফিউর রহমান, মাওলানা শাহ মিনহাজুর রহমান ও মাওলানা শাহ মোহাম্মদ মুনিবুর রহমানের যৌথ সঞ্চালনায় ধারাবাহিক বয়ান শুরু হয়। মাহফিলে প্রধান অতিথির নসিহত দেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

মাহফিলে অতিথির বয়ান করেন ভারতের উজানডিহী দরবারের ছাহেব হযরত মাওলানা সায়্যিদ খালেদ আহমদ মাদানী আল হুসাইনী, হযরত মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী, ভারতের ফুরফুরা দরবার শরীফের হযরত মাওলানা সায়্যিদ আজমত হুসাইন পীর ছাহেব, আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী, ঢাকা মহানগর আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুফতি আবু নছর জিহাদী, ফান্দাউক দরবার শরীফের মুফতি মাওলানা সায়্যিদ আবু বকর আল হুসাইনি, মুফতি মাওলানা সায়্যিদ সালমান ফারসী আল হুসাইনি, মুফতি মাওলানা শাহ আলম জিহাদী, মুফতি মাওলানা মঞ্জুর হুসাইন খন্দকার, মুফতি মাওলানা এনামুল হক আজাদী মুবাল্লিগ জৈনপুর দরবার শরীফ, বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালী, মিয়ারবাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, ছিলাউড়া আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা কাজী আব্দুর রহমান চান্দগ্রামী, মাওলানা কুতবুল আলম চান্দগ্রামী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, মাওলানা মুজাম্মিল মাছুমী, রতনগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ প্রখ্যাত পীর-মাশায়িখগণ সোমবার ফজর পর্যন্ত নসিহত দেবেন। এরপর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

এ সময় পীর-মাশায়িখগণ বলেন, আলিম সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব শাহ সূফী আল্লামা বালাউটি ছাহেব (রহ.) সুন্নতে নববীর হুবহু আদর্শে অনুপ্রাণিত হয়ে অত্যন্ত সাদা-মাটা ও অনাড়ম্বর জীবনযাপন করেছেন। ইহকালের শেষদিন পর্যন্ত আল্লাহর হাবীবের আদর্শের পূর্ণ অনুসারী ছিলেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও আধ্যাত্মিক জীবন তথা সকল পর্যায়েই ছিলেন আদর্শের প্রতিকৃতি। তিনি অনুপম নৈপূন্যে বহুমুখী খিদমতে নজির স্থাপনকারী মনীষী ছিলেন। সমাজের সর্বস্থরের মানুষের জন্য তাঁর নিরলস খিদমতের কারণে হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী, মুরিদীন-মুহিব্বীন তথা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। শরীয়ত, মারিফত, তরিকত ও দ্বীনের সর্বক্ষেত্রে তিনি সাহসিকতার সাথে কর্মতৎপরতা চালিয়ে গেছেন। জীবনব্যাপী রাসুল (সা.)-এর মহত্তম আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আকীদা ও আদর্শিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনির মতো এমন আদর্শ মনীষী ক্ষণজন্মা হয়ে থাকেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, বালাউট দারুল কোরআন মাদরাসা’র পরিচালক মাওলানা মো. মাহবুবুর রহমান বালাউটি, মাওলানা খলিলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুঁড়ি, চান্দগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, মাওলানা মাশুকুর রহমান বালাউটি, মাওলানা মাহফুজুর রহমান বালাউটি, হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান বালাউটি, মাওলানা মুছাদ্দিকুর রহমান বালাউটি, মাওলানা ইউনুস আহমদ মহব্বতপুরী, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ আব্দুল গণি, মানিককোনা সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুশ শাকুর, জালালপুর ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রহমান, সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আফতাব, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, মাওলানা কবি মাহবুবুর রহীম, মাওলানা আবুল কাশিম সিদ্দিকী, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী, মাওলানা শফিকুল ইসলাম জিহাদী, মাওলানা মুছাদ্দিক হোসেন লতিফী প্রমূখ। এদিকে, মাহফিলকে কেন্দ্র করে গত দুই তিনদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত মুরিদীন-মুহিব্বীনগণ বালাউট ছাহেব বাড়িতে অবস্থান নেন। প্রখ্যাত বুযুর্গের দরজা বুলন্দি ও তাঁর রুহানি দোয়া প্রাপ্তির আশায় মাজার প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত মুরিদীন-মুহিব্বীনের দফায় দফায় অশ্রæসিক্ত মোনাজাতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত হন। মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত ও মর্সিয়া পরিবেশন করেন বিভিন্ন ইসলামী শিল্পী গোষ্ঠির শিল্পীগণ।

Back to top button