বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় শীতার্তদের মধ্যে বিএনপির পক্ষ থেকে কম্বল বিতরণ

বড়লেখা প্রতিনিধি – মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা বিএনপির পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৮০ টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে পৌরশহরের নেহার মার্কেটে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মুজিব রাজা চৌধুরী, বড়লেখা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতাব আলী, উপজেলা বিএনপি সহ সভাপতি ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপি সিনিয়র নেতা হারুনর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী সেলিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম চৌধুরী , উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আমানুর রহমান আমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, পৌর ছাত্রদল সাবেক সদস্য সচিব তানভীর আঞ্জুম শুভ প্রমুখ।

Back to top button