৭ আর্জেন্টাইনসহ দাম বেড়েছে ৫৩ জনের, শীর্ষে এমবাপ্পে

বিশ্বকাপ শেষে ট্রান্সফারমার্কেটে দাম বেড়েছে ৫৩ ফুটবলারের। এদের মধ্যে আর্জেন্টিনার ফুটবলার ৭ জন। ৩রা নভেম্বর থেকে ২৩শে নভেম্বর পর্যন্ত ট্রান্সফারমার্কেটে শীর্ষে ছিলেন আরলিং ব্রট হালান্দ। তবে হালান্দকে টপকে আবার এক নম্বরে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ীর বাজারমূল্য ১৬০ মিলিয়ন ইউরো থেকে বেড়ে হয়েছে ১৮০ মিলিয়ন ইউরো। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আরলিং হালান্দের বর্তমান মূল্য ১৭০ মিলিয়ন ইউরো। দলবদল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট-এর হেড অব ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান শোয়ার্টজ বলেন, ‘বিশ্বকাপ হলো খেলোয়াড়দের ডিসপ্লে উইন্ডো। পুরো বিশ্বের দৃষ্টি থাকে এতে। আমরা কেবল খেলোয়াড়দের প্রতি নজর রাখি। যারা উন্নতির স্বাক্ষর রেখে আন্তর্জাতিক মহলের নজর কাড়তে সক্ষম হয়, দলবদল বাজারে তাদের প্রতি আগ্রহ বাড়ে।’ ভিনিসিউস জুনিয়র, ফিল ফোডেন, পেদ্রি, গাভি, জামাল মুসিয়ালা, ভেদে ভালভার্দে, হ্যারি কেইনের মতো তারকাদের দাম বাড়েনি।
তবে এদের প্রত্যেকেই শীর্ষ ১৫-তে রয়েছেন।
বড় উইনার এনজো
বিশ্বকাপের পর দলবদল বাজারে সবচেয়ে বড় উইনার হলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। বেনফিকার এই মিডফিল্ডারের মার্কেটভ্যালু ৩৫ থেকে বেড়ে ৫৫ মিলিয়ন ইউরোয় দাঁড়িয়েছে। অর্থাৎ ১০০০% মূল বেড়েছে এনজোর। গত গ্রীষ্মে মাত্র ১২ মিলিয়ন ইউরোতে রিভারপ্লেট থেকে এনজোকে দলে নিয়েছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। তার রিলিজ ক্লজ ঠিক করা হয়েছে ১২০ মিলিয়ন ইউরো।
মেসিকে ছুঁয়ে ফেলেছেন আলভারেজ
আরলিং হালান্দের ব্যাকআপ হিসেবে ম্যানচেস্টার সিটি দলে নেয় হুলিয়ান আলভারেজকে। বিশ্বকাপে ৪ গোল করা আলভারেজের দাম বেড়েছে ১৮ মিলিয়ন ইউরো। ৩২ থেকে তার বর্তমান বাজারমূল্য ৫০ মিলিয়ন ইউরো। মার্কেটভ্যালুতে আলভারেজ ছুঁয়ে ফেলেছেন তার ‘আইডল’ লিওনেল মেসিকে।
বুড়োদের মধ্যে মেসিই সেরা
৩৪-এর ঊর্ধ্বে থাকা ফুটবলারদের মধ্যে মেসির দামই সবচেয়ে বেশি। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ধারেকাছেও নেই কেউ। শোনা যাচ্ছে, পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি। এই ক্যাটাগরিতে আর্জেন্টিনা তারকার পরে রয়েছেন পোল্যান্ডের রবার্ট লেভানদোভস্কি। বার্সেলোনার ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাজারমূল্য ৪৫ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার দাম ৩৫ মিলিয়ন। ক্রিস্টিয়ানো রোনালদোর মার্কেটভ্যালু নেমে গেছে ২০ মিলিয়নে। শোনা যাচ্ছে, ইউরোপিয়ান ক্লাবের আশা ছেড়ে রোনালদো পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। সেখানে গেলে সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় হবেন তিনি।
সবচেয়ে দামি সেন্টারব্যাক গার্দিওল
কাতার বিশ্বকাপের সেরা ডিফেন্ডারের খেতাব পাওয়া ইয়োসকো গার্দিওলের নতুন বাজারমূল্য ৭৫ মিলিয়ন ইউরো। আরবি লাইপজিগে খেলা ক্রোয়েশিয়ার ২০ বছর বয়সী এই তরুণ পর্তুগালের রুবেন দিয়াসের সঙ্গে যৌথভাবে বর্তমানে সবচেয়ে দামী সেন্টারব্যাক। গত গ্রীষ্মে দিনামো জাগরেব থেকে ১৮.৮ মিলিয়ন ইউরোতে গার্দিওলকে দলে নেয় লাইপজিগ। গার্দিওলের বর্তমান রিলিজ ক্লজ ১১০ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা অরেলিয়েন চুয়ামেনির দাম বেড়ে হয়েছে ৯০ মিলিয়ন।
বেলিংহামের সঙ্গে ১০০ মিলিয়ন ক্লাবে সাকা
বরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের দাম ১০ মিলিয়ন বৃদ্ধি পেয়ে ১১০ মিলিয়ন হয়েছে। বেলিংহামের জাতীয় দলের সতীর্থ বুকায়ো সাকাও একশ’ মিলিয়ন ক্লাবে ঢুকে পড়েছেন। আর্সেনালের ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের আগের মার্কেটভ্যালু ছিল ৯০ মিলিয়ন ইউরো। পিএসভি আইন্দোফেনের ডাচ ফরোয়ার্ড কোডি গ্যাকপো (৬০) এবং ফিওরেন্তিনার মরোক্কান তারকা সুফিয়ান আমরাবাতের (২৫) দাম বেড়েছে ১২ মিলিয়ন ইউরো।