রাজনীতি

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধ শতাধিক

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশের গুলিতে দলটির স্থানীয় এক নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ আরেফিন ময়নাদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।

ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সমমনা দলগুলো নিয়ে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালনের ঘোষণা দিয়েছিল বিএনপি।

তবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় ঢাকা আর সিটি নির্বাচনের কারণে রংপুর বাদে সারা দেশে কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।

Back to top button