খেলাধুলা

সাকিবদের বোলিং তোপে দুই উইকেট হারিয়ে চাপে ভারত

তৃতীয় দিনের শুরুতেই যেন আবারো চিরচেনা রূপে ফিরে যায় সাকিব আল হাসানরা। ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা। কিন্তু উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের সঙ্গে নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদের ব্যাটে আশার আলো দেখে বাংলাদেশ।

শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় টাইগাররা। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অষ্টম ওভারের ভেতর দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।

লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারাকে হারিয়ে ১২ রানে ২ উইকেট নেই ভারতের।

দলীয় ৩ রানের মাথায় সাকিবের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের কাছে ক্যাচ দিয়ে ফিরেন রাহুল। ব্যক্তিগত ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ভারত অধিনায়ক।

শনিবার তৃতীয় দিনে শেষ সেশননে এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ২ উইকেটে ১৩। উইকেটে আছেন শুভমান গিল এবং অক্ষল প্যাটেল। জয়ের জন্য ভারতের এখনও ভারতের প্রয়োজন ১৩৩ রান। হাতে রয়েছেন দুই দিনেরও বেশি সময়। আর বাংলাদেশের চাই ৮ উইকেট।

এর আগে বাংলাদেশ দল আজ সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ২৩১ রান। ১ম ইনিংসে বাংলাদেশ তুলে ২২৭ রান। তারপর ভারতকে ১ম ইনিংসে ৩১৪ রানে আটকান সাকিব-তাইজুল ইসলামরা।

Back to top button