খেলাধুলা

প্রথমবারের মতো আইপিএলে তিন বাংলাদেশি

এবারই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে খেলবে বাংলাদেশের তিন ক্রিকেটার। সর্বশেষ আসরে ভালো করায় মুস্তাফিজুর রহমানকে রেখে দেয় (রিটেইন) দিল্লি ক্যাপিটালস। আর নতুন করে নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।

গতকাল শুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি দুই তারকাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এতে প্রথমবারের মতো একই আসরে আইপিএল মাতাবেন বাংলাদেশের তিনজন।

আগের বারের নিলামে দুইবারের ডাকেও অবিক্রিত থেকেছিলেন সাকিব আল হাসান। ভিত্তিমূল্য কমিয়ে এবারেও প্রথম ডাকে দল পাননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স।

সাকিবের মতোই নিলামের প্রথম ডাকে দল পাননি লিটন দাস। দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টেনেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে টেনেছে কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

তবে বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। এর কারণ হতে পারে, আন্তর্জাতিক ম্যাচ থাকায় বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলের পুরো টুর্নামেন্টে থাকতে পারবে না। তাই হাতে কম টাকা থাকায় শেষদিকে বাংলাদেশের দুই ক্রিকেটারকে নিয়ে দলের শক্তি বাড়িয়ে নিল কলকাতা নাইট রাইডার্স।

২০০৯ সালে মাশরাফির হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে। তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ান্স নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন। সাকিব কেবল টানা সুযোগ পেয়েছেন। তামিম ম্যাচ খেলার সুযোগও পাননি। এরপর মুস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। সেখানে এবার যোগ দিলেন লিটন। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেয়েছেন।

Back to top button
error: Alert: Content is protected !!