খেলাধুলা

রিচার্লিসনের গোলই কাতার বিশ্বকাপের সেরা

রিচার্লিসনের ‘বাইসাইকেল কিক’ গোলই কাতার বিশ্বকাপের সেরা গোল। সোশ্যাল মিডিয়ায় ভোটাভুটিতে রিচার্লিসনের গোলই বিশ্বকাপের সেরা নির্বাচিত হয়। শুক্রবার (২৩ ডিসেম্বর) ওই ভোটের ফলাফল প্রকাশ করে ফিফা।

গোলই কাতার বিশ্বকাপের সেরা গোল বেছে নেওয়ার জন্য ভোটাভুটির আয়োজন করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এক টুইট বার্তায় ফিফা জানিয়েছে, ১০ ফুটবলারের গোল থেকে সেরা হিসেবে রিচার্লিসনের গোলকেই বেছে নিয়েছেন সমর্থকরা। সার্বিয়ার বিপক্ষে ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। দুটি গোলই করেন রিচার্লিসন।

ফিফার টুইট বার্তায় আরও জানানো হয়, ওই ১০ ফুটবলারের মধ্যে পোল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের ড্রিবল ও মেক্সিকোর বিপক্ষের এনজো ফার্নান্দেজের গোলও ছিল।

Back to top button