হবিগঞ্জ

বানিয়াচংয়ে ৮টি মোবাইল ফোনসহ ২ জন গ্রে ফ তা র

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৮টি চোরাই মোবাইল ফোনসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এএসআই সাদ্দাম হোসেন ও এএসআই জাকির হোসেনের যৌথ অভিযানে উপজেলা সদরের দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী চৌধুরীপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বানেশ্বর বিশ্বাসের পাড়া গ্রামের ফজলু খার ২ ছেলে মোশাহিদ খা (২১) ও জাহাঙ্গীর খা (২৩)। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আসামিদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে আরও ৪টি ফোন উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধারকৃত ৮টি মুঠোফোনের বাজার মূল্য ১ লাখ ১৩ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button