সারাদেশ

জন্মের পর থেকে ভাত খাননি শহীদ মিয়া

জন্মের পর থেকে আজ পর্যন্ত আর ভাত খাননি ময়মনসিংহের নান্দাইলের শহীদ মিয়া (৪৮)। শুধু ভাত নয়, খান না চাল থেকে তৈরি মুড়ি, চিড়া, পিঠাও। ৪৮ বছর ধরে তিনবেলা রুটি খেয়ে জীবন ধারণ করছেন তিনি।

শহীদ মিয়া নান্দাইল উপজেলার ভাটিকান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। আজ সোমবার তার বাড়িতে গেলে তিনি জানান, দরিদ্র বাবার তিন ছেলে ও ছয় মেয়ের মধ্যে তিনি সবার ছোট। বর্তমানে তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা। জমাজমি না থাকায় মুরগি কেনাবেচা করে সংসার চালান।

তিনি জানান, ছয় মাস বয়সে তার মুখে ভাতের আয়োজন করা হয়। তিনি তিনি সেদিনও মুখে ভাত নেননি। বিষয়টি তাঁর মা-বাবাকে ভাবিয়ে তোলে। তাকে ময়মনসিংহ নিয়ে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তখন রুটি খাওয়ানোর পরামর্শ দেন। এরপর থেকে রুটিই তার প্রধান খাদ্য।

শহীদ মিয়া জানান, তিনি সম্পূর্ণ সুস্থ। প্রেশার, ডায়াবেটিসের মতো কোনো সমস্যা তার নেই।

শহীদ মিয়ার স্ত্রী আলপনা আক্তার (৩৫) জানান, ভাতের বদলে রুটি খাওয়া নিয়ে আমাদের সাংসারিক জীবনে কোনো সমস্যা নেই।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ জানান, ভাতে যা আছে রুটি তৈরি উপাদান আটাতেও তাই আছে। অনেকেই ডায়াবেটিসের কারণে ভাত না খেয়ে রুটি খেয়ে থাকেন। শহীদ মিয়া ভাতের বদলে রুটিতে অভ্যস্ত হয়ে পড়েছেন। এতে বেঁচে থাকার কোনো সমস্যা হবার কথা নয়।

Back to top button