আনন্দে মাতোয়ারা আর্জেন্টিনা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ফুটবলপ্রেমী ভক্তরা দেশটির রাজধানী বুয়েনস আইরেসসহ দেশের গুরুত্বপূর্ণ সড়কে নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জয়ের পর বুয়েনস আইরেসের রাজপথে পিল পিল করে নেমে আসে মানুষ। হাতে জাতীয় পতাকা, গায়ে আকাশি-নীল জার্সি। ভামোস আর্জেন্টিনা, আর্জেন্টিনা শব্দে মুখরিত হয় চারপাশ।
ফাইনালে ৩-৩ গোলে ড্র হওয়ায় বুয়েনস এইরেস শহর একটি ভূতুড়ে শহরে পরিণত হয়েছিল। শহরের রাস্তাগুলো তখনো আর্জেন্টিনার সমর্থকে ভর্তি। সবাই বিরাট সব টিভি স্ত্রিনগুলোর সামনে স্তম্ভিত হয়ে বসেছিলেন। শহরের মদের দোকান ও পানশালাগুলোতে উৎসব থেমে গিয়েছিল হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো।
এরপর তুমুল উত্তেজনার জন্ম দিয়ে আর্জেন্টিনা পেনাল্টিতে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ইতিহাসের তৃতীয় বিশ্বকাপ জয় করে। তারপর থেকে উৎসব শুরু হয় রাজধানী বুয়েনস এইরেসেসহ সারাদেশে।