সত্যি হলো ৭ ব ছর ৯ মা স আগে মেসিকে নিয়ে করা ভ বি ষ্য দ্বা ণী!
ঘটনাটি ৭ বছর ৯ মাস আগের। অর্থাৎ ২০১৫ সালের ২১ মার্চের। সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হোসে মিগুয়েল পোলাঙ্কো নামক এক ভ্রমণকারী লিখেছিলেন, ‘ডিসেম্বর ১৮, ২০২২। ৩৪ বছর বয়সী লিওনেল মেসি বিশ্বকাপ জিতবেন এবং সর্বকালের সেরা খেলোয়াড় হবেন। সাত বছর পর আমার এই স্ট্যাটাসটি চেক করবেন।’
তার সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্যি হলো। সাত বছর পর লিওনেল মেসি বিশ্বকাপ জিতলেন। হলেন সর্বকালের অন্যতম সেরা।
মেসির বিশ্বকাপ জেতার মুহূর্তটিও মাঠে বসে উপভোগ করেন এই ভবিষ্যদ্বাণী করা ব্যক্তিটি। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর তিনি লিখেন, ‘আমি ২০০৬ সালে তোমার প্রথম বিশ্বকাপে মাঠে ছিলাম। তোমার শেষ বিশ্বকাপেও মাঠে ছিলাম। যে বিশ্বকাপে তুমি হাত দিয়ে আকাশ ছুঁয়েছো। লিও, তুমি ঠিক সেভাবেই করেছো, যেভাবে ম্যারাডোনা করেছিলেন। আজকের এই দিনটির সাক্ষী হতে পারায় আমি আমার সারা জীবনের জন্য সুখী হবো। আর্জেন্টিনাকে ধন্যবাদ। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন।’
হোসে মিগুয়েল পোলাঙ্কো কোনো সাংবাদিক কিংবা ফুটবল বিশ্লেষক নন। তিনি একজন ভ্রমণপিপাসু। ইতোমধ্যে তিনি বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন।