মেসি-নেইমার-এমবাপ্পেকে আনার পরিকল্পনা বাংলাদেশের
ফিফা বিশ্বকাপের ডামাডোল শেষ না হতেই বাংলাদেশের ফুটবলের জন্য বড় সুখবর দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লাল-সবুজের দেশে আসবেন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। সঙ্গে থাকবেন গোল্ডেন বুটজয়ী ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে, আর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মেসি ভক্ত বাংলাদেশি ফুটবল সমর্থকদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে মেসি-নেইমার-এমবাপ্পেকে বাংলাদেশের আনার পরিকল্পনা করছে তারা।
তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। মেসি-নেইমারদের ক্লাব পিএসজির বিপক্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে বাংলাদেশে এনে তাদের মধ্যে একটি প্রীতিম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সেখানেই আক্ষেপ ঘুচতে পারে বাংলাদেশের দর্শকদের। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।
এদিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার দেশে ফিরেছে বিশ্বকাপ। ৮৬’তে ম্যারাডোনা এনে দিয়েছিলেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ। এরপর সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি এনে দিলের তাদের তৃতীয় শিরোপাটি। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। নির্ধারিত ১২০ মিনিট পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র ছিল।