খেলাধুলা

মেসির কাপ ছোঁয়ার ছবি টুইট করে যা লিখলেন নেইমার

৩৬ বছর পর আর্জেন্টিনার ঘরে এলো বিশ্বকাপ। বিশ্বজুড়ে মেসিভক্তদের মধ্যে চলছে দুর্নিবার আনন্দ। চলছে বন্দনা। সেই বন্দনায় যোগ দিলেন বন্ধ নেইমারও।

মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার ছবি টুইট করেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। ছবিতে মেসির হাতে গোল্ডেন বলের ট্রফিও দেখা যায়।

আর টুইট করে কী লিখেছেন নেইমার? পর্তুগিজ ভাষায় তিনি লিখেছেন, ‘Felicidades Hermano’ যার বাংলা অর্থ ‘শুভ কামনা ভাই।’

রবিবার কাতার আসরের ফাইনাল ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়ে গোল দাড়ায় ৩-৩। এরপর টাইব্রেকার রোমাঞ্চ ছাড়িয়ে ৪-২ গোলে জয় পায় মেসির আর্জেন্টিনা।

Back to top button