খেলাধুলা

কাতারের আলখাল্লা পরে বিশ্বকাপ ট্রফি নিলেন মেসি

১৮ ডিসেম্বর যেন স্বপ্নের একটি দিন লিওনেল মেসির। নিজের স্বপ্নের অধরা বিশ্বকাপ ট্রফি তিনি জয়লাভ করলেন। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতলো মেসির আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপটা সুন্দরভাবেই আয়োজন করেছে কাতার। নিজেদের সেরাটা দিতে কোন কিছুর কমতি করেনি তারা। নিজেদের সংস্কৃতিকে সবসময় ফুটিয়ে তুলেছে তারা নানাভাবে। বিশ্বকাপের ফাইনালেও সেটি ফুটিয়ে তুললো।

ট্রফি নেওয়ার সময় ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো ও কাতারের আমির মেসিকে একটি কাতারের আলখাল্লা পরিয়ে দেন। যা কাতারের ঐতিহ্যগতভাবে বেশ পরিচিত। এটি পরেই মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে জয় উদযাপন করতে দেখা যায়।

Back to top button