রাজনীতি

মুক্তি পেলেন হেফাজতের সাবেক নেতা আজিজুল হক ইসলামাবাদী

মুক্তি পেয়েছেন। রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। এদিন বিকাল ৫টার দিকে হেফাজতের নেতা মহিউদ্দিন রাব্বানী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে, গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) হেফাজতের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাত দফা দাবি উপস্থাপন করেন। সেখানে হেফাজতের নেতাদের মুক্তির বিষয়টি অগ্রাধিকার দাবি ছিল।

প্রসঙ্গত, গত বছরের ১১ এপ্রিল নিখোঁজ হন আজিজুল হক ইসলামাবাদী। পরে ১৩ এপ্রিল তাকে গ্রেফতার দেখায় আইনশৃঙ্খলা বাহিনী।

Back to top button