খেলাধুলা

প্রথমবার টেস্ট দলে জায়গা পেলেন সিলেটের নাসুম

টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন নাসুমশামসুল হক ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে গেছেন দুই পেসার ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম। ব্যাটসম্যান এনামুল হককেও দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।

মিরপুর টেস্টের দল:
জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান, রেজাউর রহমান।

Back to top button