লন্ডনে ঘর থেকে দুই শিশুর মৃত দেহ উদ্ধার, আটক দুই
পূর্ব লন্ডনের ডেগেনামের একটি বাড়ী থেকে দুই ছেলে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানানিয়েছে লাশ উদ্ধারের পর থেকে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় একজন পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে।
মৃত দুই শিশুর বয়স দুই এবং ৫ বছর। পুলিশ জানায় উভয় শিশুকেই কর্নওয়ালস রোড়ে তাদের ঘরে মৃত অবস্থায় পায়।
লন্ডন এম্বুলেন্স সার্ভিস জানায় শুক্রবার দুপুর ২টায় ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌছায়। মৃতদের স্বজনদের বিষয়টি অবহিত করা হয়েছে।
তবে পুলিশ বলছে গ্রেফতারকৃত নারী ও পুরুষ উভয় শিশুর পরিচিত । ঘটনাস্থলের কাছাকাছি একটি আবাসিক ঠিকানায় পুলিশকে গোলযোগের জন্য ডাকা হলে এক মহিলাকে গ্রেফতার করা হয়। অপর ব্যক্তিকেও একই স্থান থেকে গ্রেফতার করা হয়।
তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেছেন, বিষয়টি খুবই যন্ত্রনাদায়ক, এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, আটককৃত এই দুই ব্যক্তি ছাড়া আর কাউকে সন্দেহ করা হচ্ছে না। পুলিশ স্থানীয় জনগনের সহযোগিতা চেয়েছে।