ফরাসিরাও চান মেসি বিশ্বকাপ জিতুক
নিউজ ডেস্ক- কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তাতিয়ে দিয়েছে সৌদি আরব। নিজেদের প্রথম ম্যাচেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের সঙ্গে হেরে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা।
সেই ধাক্কা সামলিয়ে ধারাবাহিক পারফর্ম করে সোজা ফাইনালে উঠে যায় লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি।
রোববার রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ফ্রান্স। এবার তৃতীয় এবং টানা দ্বিতীয় শিরোপা জয়ের দুয়ারে কিলিয়ান এমবাপ্পেরা।
অন্যদিকে লিওনেল মেসিরাও মুখিয়ে আছেন বিশ্বকাপ জয়ে। সবশেষ ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর ৩২ বছর কেটে গেছে। দীর্ঘ দিনের সেই শিরোপার খরা এবার মেটাতে চান মেসিরা।
কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। যে কারণে অধিকাংশ ফুটবলপ্রেমিই চান এবার মেসি শিরোপা জিতুক। শুধু আর্জেন্টাইনরাই নন, অনেক ফরাসি নাগরিকও চান মেসি শিরোপা জিতুক।
এমনটি জানিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ে ক্লোদ দেশ বলেছেন, ‘আমি জানি আর্জেন্টিনার বিশ্বব্যাপী অনেক ভক্ত-সমর্থক আছে। কিছু ফরাসি সম্ভবত এটা আশা করে যে লিওনেল মেসি যেন বিশ্বকাপ জিততে পারে। তবে শিরোপা জিততে সম্ভাব্য সবকিছু আমরা করব।’
প্রতিপক্ষ আর্জেন্টিনা নিয়ে ফ্রান্সের কোচ বলেন, ‘আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিছু চ্যালেঞ্জের মুখে আছে। তারা নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরেও ফাইনাল পর্যন্ত এসেছে।’
ফাইনাল নিয়ে দেশ বলেন, ‘ম্যাচ নিয়ে আমার বিশেষ কোনো দুশ্চিন্তা বা উদ্বেগ নেই। যখন আপনি এ ধরনের ম্যাচের জন্য প্রস্তুত হবেন, আপনাকে সব সময় মনোযোগ ধরে রাখতে হবে এবং সংযত থাকতে হবে।’