সারাদেশ

খোঁজা হচ্ছে বাঘের পায়ের ছাপ, চলছে শুমারির প্রথম ধাপ

নিউজ ডেস্ক- অর্থ বরাদ্দ নিয়ে জটিলতার অবসান ঘটার পর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে শুরু হয়েছে বাঘ শুমারি। ১৫ ডিসেম্বর সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কালাবগি ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকায় শুরু হয় শুমারির প্রথম ধাপ। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। শুমারির এই ধাপে বনের মধ্যে খালের দুই পাশে বাঘের গতিবিধি ও পায়ের ছাপ লক্ষ্য করছে বন বিভাগ।

পরবর্তী ধাপে শারীরিক উপস্থিতি দেখতে আগামী ১ জানুয়ারি থেকে বিভিন্ন জায়গায় স্থাপন করা হবে ৬৫০টি ক্যামেরা। বাঘের সংখ্যা প্রকাশ করা হবে ২০২৪ সালের মার্চ মাসে।

আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প পরিচালক আবু নাসের মো. মোহসিন হোসেন।

তিনি জানান, গত অক্টোবরে এ কার্যক্রম শুরু করার কথা থাকলেও প্রকল্পের অর্থ ছাড় নিয়ে জটিলতা ছিল। পরে ৩ কোটি ২১ লাখ টাকা ছাড় দেয় পরিকল্পনা কমিশন। ক্যামেরা দিয়ে বাঘ গণনা করা হবে তিন মাস। পরবর্তী ধাপে ২০২৩ সালের নভেম্বর থেকে তিন মাস আবারও ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে শুমারি চলবে।

জানা গেছে, বাঘের হালনাগাদ তথ্য সংগ্রহ ও সুন্দরবনের বাঘ সংরক্ষণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ২৩ মার্চ ‘সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প’ শীর্ষক প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেয়। এর ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে শুধু বাঘ শুমারি খাতে ব্যয় ধরা হয় ৩ কোটি ২১ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের মার্চ পর্যন্ত।

এর আগে ২০১৮ সালে সর্বশেষ জরিপ হয়। সে অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা ১১৪টি। ২০১৫ সালে বাঘের সংখ্যা ছিল ১০৬টি।

Back to top button