খেলাধুলা

এমবাপ্পেকে ভয় পাচ্ছেন আর্জেন্টিনার ডাকিনীরা, করছেন না কালো জাদু

যেভাবেই হোক, এবার লিওনেল মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান আর্জেন্টাইন সমর্থকেরা। মাঠে নেমে যেহেতু খেলার সুযোগ নেই, তাই মাঠের বাইরে থেকে যেভাবে সম্ভব দলকে সহায়তা করার চেষ্টা করছেন তাঁরা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর লক্ষ্যে এবার এগিয়ে এসেছে ‘অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন উইচেস’। সহজ কথায় বললে আর্জেন্টিনার ডাকিনীরা।

তাঁরা মূলত চেষ্টা করছেন ঐক্যবদ্ধ হয়ে দলের ভেতর শক্তি সঞ্চালন করার। যদিও ‘কালো জাদু’ দিয়ে তাঁরা শুধু নিজেদের শক্তিশালীই করেন না, প্রতিপক্ষকেও ঘায়েল করার চেষ্টা করেন। যদিও ফ্রান্সের ক্ষেত্রে তাঁরা সেটি করছেন না।

অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন উইচেসের একটি পোস্টে লেখা হয়েছে, ‘সব বিশ্বাস ও মতের প্রতি সম্মান। সবাই তা–ই করছে, যা তারা করতে চায় এবং যা তারা করতে জানে। আমরা সেটাই প্রস্তাব করছি, যা আমরা ভালোভাবে করতে পারি।’ তারা চেষ্টা করছে নিজেদের শক্তিকে লিওনেল মেসি ও তাঁর দলের জন্য ব্যবহার করতে, যাতে দল ৩৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে জিতে আসতে পারে।

আগের ম্যাচগুলোতেও ডাকিনীরা দলের ভালোর জন্য নিজেদের ‘কালো জাদু’ ব্যবহার করে প্রতিপক্ষের ক্ষতি করার চেষ্টা করেছেন। যে কৌশলে তাঁরা কাজটি করতেন, তার একটি ছিল, একটি কাগজে প্রতিপক্ষের খেলোয়াড়ের নাম লিখে ফ্রিজে রেখে দেওয়া। তাঁদের বিশ্বাস, এর ফলে প্রতিপক্ষের ওই খেলোয়াড় দুর্বল হয়ে পড়বেন এবং তিনি ভালো খেলতে পারবেন না।

তবে এবার ডাকিনীরা নিজেদের কৌশল বদলাতে যাচ্ছেন। ফ্রান্সের বিপক্ষে এই কাজ তাঁরা করতে চান না। কী কারণে ফ্রান্সের খেলোয়াড়দের ওপর ‘কালো জাদু’ করতে চান না, তা জানাতে গিয়ে এক ডাকিনী বলেছেন, ‘ফ্রান্সের খেলোয়াড়েরাও কালো জাদু দ্বারা আচ্ছাদিত। এদিক–সেদিক হলে এই কালো জাদু নিজেদের দিকেই ফিরে আসতে পারে।’

আর্জেন্টাইন ডাকিনীদের দাবি, ফ্রান্স দলে যে খেলোয়াড় সবচেয়ে ‘কালো জাদু’তে আচ্ছাদিত, তিনি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এসব দিক বিবেচনায় নিয়ে তাঁরা প্রতিপক্ষকে ঘায়েল করার বদলে নিজেদের দলকে শক্তিশালী করার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন।

তাঁরা চাচ্ছেন অনেক ভালোবাসা, শক্তি, ঐক্য ও মনোবল বাড়িয়ে দলকে সমৃদ্ধ করতে। যদি সব আর্জেন্টাইন একসঙ্গে এই কাজ করতে পারেন, তবে দলও মাঠে নেমে নিজেদের সেরাটা দিয়ে জ্বলে উঠতে পারবে।

Back to top button