জন্মদিনে উড়ন্ত চুমু দিলেন শাবনূর, শোনালেন গান
নিউজ ডেস্ক- ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বড় পর্দায় আত্মপ্রকাশের পর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেন তিনি। গত এক দশক থেকে চলচ্চিত্রে অনিয়মিত তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন শাবনূর। সেখানে পুত্র আইজান, মা, ভাই-বোনসহ স্থায়ীভাবে বাস করছেন তিনি।
আজ (১৭ ডিসেম্বর) ৪৪ বছরে পদার্পণ করলেন শাবনূর। অস্ট্রেলিয়ায় এই বিশেষ দিনটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। দূর দেশে অবস্থান করলেও এখনো দর্শক হৃদয়ে রয়েছেন গুণী এই অভিনেত্রী। বিশেষ এই দিনটিতে ভক্তদের উড়ন্ত চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করেন শাবনূর।
ঢাকায় সিনেমার এই নায়িকা ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে দেখা গেলো, সেজেগুজে গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন। এ সময় ভক্তদের কৃতজ্ঞতা জানান নায়িকা। তবে কিছু বলার আগে গেয়ে শোনালেন গান। তারই অভিনীত জনপ্রিয় একটি গানের লাইন নিজের মতো সাজিয়ে গেয়েছেন নায়িকা- ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা’।
এরপরই উড়ো চুম্বন উপহার দিয়ে শাবনূর বললেন, ‘লাভ ইউ অল। লাভ ইউ আমার ভক্ত যারা আছে, লাভ ইউ আমার দর্শকদের, লাভ ইউ আমার বন্ধুদের।’
উল্লেখ্য, ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে শাবনূরের জন্ম। তার আসল নাম কাজী শারমীন নাহিদ নুপুর। নির্মাতা এহতেশামুর রহমান চলচ্চিত্রের জন্য তাকে শাবনূর নামটি দিয়েছিলেন। ১৯৯৩ সালে ‘চাঁদনি রাতে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। এখন পর্যন্ত প্রায় ৮০টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।